বৃষ্টির জন্য হায়দারগঞ্জে ইসতিসকার নামাজ
তীব্র তাপপ্রবাহের মধ্যে দেশে জারি রয়েছে ‘হিট অ্যালার্ট’। গরমে অতিষ্ঠ লক্ষ্মীপুরের রায়পুরসহ সারা দেশের জনজীবন। সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধেও হাইকোর্টের রয়েছে নির্দেশনা। এমন কঠিন পরিস্থিতি থেকে পরিত্রাণের জন্য মহান সৃষ্টিকর্তার নিকট দুই রাকাত ইসতিসকার নামাজ আদায় করেছেন রায়পুরের মুসল্লিরা।
রায়পুর উপজেলার হায়দারগঞ্জ উপশহরে ঐতিহাসিক রচিমউদ্দীন ঈদগাহ ময়দানে গতকাল সোমবার (২৯ এপ্রিল) সকাল ৬টায় নামাজ শেষে দোয়ায় চোখের পানি ছেড়ে দেন মুসল্লিরা। তারা সৃষ্টিকর্তার কাছে ক্ষমা প্রার্থনা করে অসহনীয় পরিস্থিতি থেকে পরিত্রাণ চান।
চট্টগ্রাম আন্দর কিল্লা শাহী জামে মসজিদের খতিব আওলাদে রাসুল (সা.) আলহাজ হজরত মাওলানা ছাইয়্যেদ মোহাম্মদ আনোয়ার হোসাইন তাহের যাবিরী আল-মাদানি ইসতিসকার নামাজে ইমামতি করেন।