পর্ষদ সভার তারিখ জানাল দুই কোম্পানি
পুঁজিবাজারে তালিকাভুক্ত বিমার খাতের দুই কোম্পানির প্রান্তিক প্রতিবেদন প্রকাশ সংক্রান্ত পরিচালনা পর্ষদ সভার দিন ঘোষণা করেছে। আজ মঙ্গলবার (১৪ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
পর্ষদ সভায় কোম্পানিগুলো তাদের প্রথম প্রান্তিক আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করবে। একইসঙ্গে পর্ষদ সদস্যরা এই প্রতিবেদন অনুমোদন শেষে সবার উদ্দেশে প্রকাশ করবে। পর্ষদ সভার তারিখ ঘোষণা করা কোম্পানিগুলো হলো— ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স ও তাকাফুল ইসলামী ইন্সুরেন্স।
এদের মধ্যে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স পর্ষদ সভা আগামী ১৯ মে বিকেল ৫টায় এবং তাকাফুল ইসলামী ইন্সুরেন্সের আগামী ২৮ মে সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হবে। একই দিনে ২০২৩ সমাপ্ত বছরের (জানুয়ারি-ডিসেম্বর) লভ্যাংশ ঘোষণা করবে তাকাফুল ইসলামী ইন্সুরেন্স।