সিরিয়ায় ২১ খ্রিস্টানকে হত্যা আইএসের
সিরিয়ার আল-কারিয়াতাইন শহরে ২১ খ্রিস্টান ধর্মাবলম্বীকে হত্যা করেছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। আজ সোমবার সিরিয়ান অর্থোডক্স চার্চের বরাত দিয়ে বিবিসি এ তথ্য জানিয়েছে।
জানা গেছে, গত আগস্টে আইএস শহরটি দখল করার সময় প্রায় ৩০০ খ্রিস্টান আটকা পড়েন। এর পর ২১ জনকে হত্যা করা হয়। চার্চের প্রধান ইগনাটিয়াস আফ্রেম জানান, নিহতদের মধ্যে তিনজন নারী রয়েছেন। তিনি জানান, কয়েকজনকে পালানোর সময় এবং বাকিদের ইসলামী শাসন অমান্য করায় হত্যা করা হয়।
আল-কারিয়াতাইন শহরটি চলতি সপ্তাহের শুরুতেই রাশিয়া-সমর্থিত সিরীয় বাহিনী নিয়ন্ত্রণে নেয়।
এ ছাড়া আরো পাঁচজন খ্রিস্টান নিখোঁজ রয়েছেন। চার্চপ্রধান আরো জানান, আইএস খ্রিস্টান মেয়েদের বিক্রি করার পরিকল্পনা করছে বলে তাদের সতর্ক করা হয়েছে।
গত আগস্টে আল-কারিয়াতাইন দখলের পর শহরটির শত শত বাসিন্দাকে অপহরণ করে আইএস। এদের মধ্যে বেশ কয়েকজন খ্রিস্টান ছিলেন। অনেকের পরিবার স্বজনদের মুক্ত করতে আইএসকে অর্থও দেয়।
সম্প্রতি সিরিয়ায় যুক্তরাষ্ট্র ও রাশিয়ার যৌথ হামলার পরিপ্রেক্ষিতে পিছু হটে আইএস। এর মধ্যে সংগঠনটির কাছ থেকে পালমিরা শহর দখলে নেয় সরকারি বাহিনী। আল-কারিয়াতাইন শহর পালমিরা থেকে ১০০ কিলোমিটার দূরে। গত মাসে যুক্তরাষ্ট্র ও রাশিয়া দেশটিতে অস্ত্রবিরতি কার্যকর করলেও তা অমান্য করে আইএস ও আল-কায়েদা সমর্থিত নুসরা ফ্রন্ট।