রাজধানীতে নির্মাণাধীন ভবনের মাচা ভেঙে পড়ে দুই শ্রমিক নিহত
রাজধানীর বাসাবোতে নির্মাণাধীন বহুতল ভবনে মাচা ভেঙে পড়ে দুই নির্মাণশ্রমিকের মারা গেছেন। এ ঘটনায় গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে আছেন আরেকজন। আজ শুক্রবার (১৭ মে) সকাল ১০টার দিকে বাসাবো মায়াকানন মসজিদের পেছনের ভবনে এ ঘটনা ঘটে।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক (ইনচার্জ) বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ঘটনায় দুজন মারা গেছেন। তাদের মুগদা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আরেকজন আহত শ্রমিক ঢামেক হাসপাতালে ভর্তি রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাসাবোর ৭ নম্বর মায়াকানন মসজিদের পেছনে ১০তলা নির্মাণাধীন ভবনে কাজ করছিলেন শ্রমিকরা। সকাল ১০টার দিকে বাঁশের মাচা ভেঙে নিচে পড়ে যান তিন শ্রমিক। তাদের উদ্ধার করে মুগদা মেডিকেলে নেওয়া হলে মারা যান দুজন। বাকি একজনকে ঢাকা মেডিকেলের আইসিইউতে স্থানান্তর করা হয়েছে।