বানিয়াচংয়ে ১৭ বিদ্রোহী প্রার্থীকে দল থেকে বহিষ্কার আ.লীগের
হবিগঞ্জের বানিয়াচংয়ে ১৭ বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীকে দল থেকে বহিষ্কার করেছে উপজেলা আওয়ামী লীগ।
গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে উপজেলা আওয়ামী লীগ সভাপতি আমির হোসেন মাস্টার ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন খান এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত প্রার্থীরা হলেন—১ নম্বর উত্তর-পূর্ব ইউনিয়নে খাইরুল বাশার সোহেল, ৩ নম্বর দক্ষিণ-পূর্ব ইউনিয়নে মোহাম্মদ আলী, ৫ নম্বর দৌলতপুর ইউনিয়নে মঞ্জুদাশ ও তোফায়েল আহমেদ, ৬ নম্বর কাগাপাশা ইউনিয়নে দেলোয়ার হোসেন ও আবু মোত্তালিব, ৭ নম্বর বড়ইউড়ি ইউনিয়নে ইয়াওর মিয়া ও ইকবাল আহমেদ চৌধুরী, ৯ নম্বর পুকড়া ইউনিয়নে নাছির উদ্দিন; ১১ নম্বর মক্রমপুর ইউনিয়নে আবদুর রউফ, ১২ নম্বর সুজাতপুর ইউনিয়নে এনাম খান চৌধুরী ফরিদ, বাছির মিয়া ও রবিন চৌধুরী মলু; ১৩ নম্বর মন্দরী ইউনিয়নে আবদুল হেকিম ফুল মিয়া ও ইকবাল হোসেন, ১৪ নম্বর মুরাদপুর ইউনিয়নে শেখ মুস্তাকিম উল ও আফরাজুল চৌধুরী।
হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য অ্যাডভোকেট আবদুল মজিদ খান এনটিভি অনলাইনকে জানান, আওয়ামী লীগের সিদ্ধান্ত অমান্য করে প্রার্থী হওয়ায় তাঁদের বহিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাঁরা ভবিষ্যতে দলীয় সিদ্ধান্ত অমান্য করবে, তাঁদেরও বহিষ্কার করা হবে। কাউকে ছাড় দেওয়া হবে না। তিনি বলেন, ‘যারা একবার নৌকা থেকে নামবে, তাদের আর নৌকায় ওঠানো হবে না।’