মাধবপুরে আ. লীগের ১৬ নেতাকে শোকজ
ইউনিয়ন পরিষদ নির্বাচনে হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি সংসদ সদস্য আবু জাহিরসহ মনোনয়ন বোর্ডের সদস্যদের বিরুদ্ধে অর্থের বিনিময়ে প্রার্থী মনোনয়নের অভিযোগ করায় মাধবপুর উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ১৬ নেতাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।
হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. আলমগীর খান এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশে ১৬ নেতাকে শোকজ করা হয়েছে।
যাঁদের শোকজ করা হয়েছে তাঁরা হলেন মাধবপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. আবদুন নূর, মহিউজ্জামান হারুন, আলাউদ্দিন তালুকদার বেনু মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মো. এখলাছুর রহমান, মাধবপুর পৌর আওয়ামী লীগের সভাপতি বেণু রঞ্জন রায়, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক বেনু মাধব রায়, আওয়ামী লীগ নেতা আব্দুল কদ্দুছ চকদার মাখন, আন্দিউড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, শাহজাহানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি বাবুল হোসেন খান, ছাতিয়াইন ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মো. আবদুস শহীদ, বহরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরিফুর রহমান আরিফ, আওয়ামী লীগ নেতা সৈয়দ রাসেল, জগদীশপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি নাছির উদ্দিন খান, মাধবপুর উপজেলা যুবলীগ সভাপতি ফারুক পাঠান এবং উপজেলা ছাত্রলীগ সভাপতি ওয়াসিম তালুকদার।
তাঁদের আগামী ১৫ দিনের মধ্যে শোকজের জবাব দিতে বলা হয়েছে।
এদিকে হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আবু জাহির সম্পর্কে কটূক্তি করায় প্রতিবাদ সভা করেছে মাধবপুর উপজেলা আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠন।
আজ দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিকের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি আলমগীর চৌধুরী, মশিউর রহমান শামীম, অ্যাডভোকেট নিলান্দ্রী শেখর পুরকায়স্থ টিটু, মোতাচ্ছিরুল ইসলাম, অ্যাডভোকেট সুলতান মাহমুদ, ইউপি চেয়ারম্যান সাহাব উদ্দিন আহম্মেদ প্রমুখ।
প্রতিবাদ সভায় হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর চৌধুরী মাধবপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন বঞ্চিত চেয়ারম্যান পদপ্রার্থীদের উদ্দেশে বলেন, এমন কোনো কাজ করবেন না যে কাজের জন্য আপনাদের ড. কামাল, কাদের সিদ্দিকী ও মাহমুদুর রহমান মান্নার পরিণতি ভোগ করতে হয়।
গত রোববার আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত চেয়াম্যান পদপ্রার্থীরা তাঁদের কর্মী-সমর্থক নিয়ে জেলা আওয়ামী লীগ সভাপতি মো. আবু জাহির ও মনোনয়ন বোর্ডের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সভা ও ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে।