চাঁদপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩
চাঁদপুরের হাজীগঞ্জ বালুবাহী ট্রাকের চাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (১১ জুন) দুপুরে হাজীগঞ্জের চাঁদপুর-কুমিল্লা সড়কের গোগরা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত একজনের নাম সবুজ (২৫)। বাকিদের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।
জানা গেছে, সড়ক দুর্ঘটনার পর ঘটনাস্থলেই একজন নিহত হন। আহতদের চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. সৈয়দ আহমেদ কাজল আরও দুজনকে মৃত ঘোষণা করেন। সিএনজিচালিত অটোরিকশার চালক আ. আহাদসহ দুজন হাসপাতালে এখনও চিকিৎসাধীন।
স্থানীয়রা জানায়, অটোরিকশা ও বালুবাহী ট্রাকটি দ্রুত গতিতে যাচ্ছিল। ট্রাকটিকে পাশ কাটিয়ে যাওয়ার সময় আরেকটি ট্রাক চাপা দেয় অটোরিকশাটিকে। দুর্ঘটনার পর ঘণ্টাব্যাপী চাঁদপুর-কুমিল্লা সড়কে যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুর রশিদ জানান, প্রাথমিকভাবে জানা গেছে একটি ট্রাক দ্রুত গতির অটোরিকশাটিকে ওভারটেক করতে গিয়ে আরেকটি ট্রাকের সঙ্গে এ দুর্ঘটনা ঘটে। এতে সিএনজিচালিত অটোরিকশার যাত্রীরা গুরুতর জখম হয়। একজনের মরদেহ হাজীগঞ্জ থানায়, আর বাকি দুজনের (পুরুষ-নারী) মরদেহ চাঁদপুর সরকারি হাসপাতালে রয়েছে। সিএনজিচালিত অটোরিকশা ও বালু বোঝাই ট্রাকটি জব্দ করে থানায় আনা হয়েছে।