বর্ষবরণে ছাত্রীদের শ্লীলতাহানি, ২ জনকে দণ্ড
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় নববর্ষ উদযাপনের সময় দুটি স্থানে স্কুলছাত্রীদের উত্ত্যক্ত করায় দুই যুবককে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ শুক্রবার তাঁদের হবিগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে। এঁরা হলেন উপজেলার সদর ইউনিয়নের দত্তগ্রামের রুহুল আমিন এবং উপজেলার দীঘলবাঁক ইউনিয়নের চরগাঁও গ্রামের ইমরান আহমেদ।
এর মধ্যে রুহুল আমিনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ইমরানকে পাঁচদিনের কারাদণ্ড দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বৃহস্পতিবার নববর্ষ উপলক্ষে নবীগঞ্জ শহরের হিরা মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিল।
দুপুর আড়াইটার দিকে অনুষ্ঠান শেষ হলে বাড়ি যাওয়ার জন্য বের হয় উপজেলার সৈয়দ আজিজ হাবিব উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির দুই ছাত্রী। তারা স্কুলের গেটের সামনে আসা মাত্রই রুহুল আমীন তাদের গায়ে হাত দিয়ে শ্লীলতাহানির চেষ্টা করে। এ সময় একজন রাস্তায় পড়ে যায়। পরে পুলিশের উপপরিদর্শক (এসআই) আবুল খায়ের ও এসআই রুহুল আমীন ঘটনাস্থলে এসে বখাটে রুহুল আমীনকে আটক করে। এ সময় লোকজন রুহুল আমীনের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করে।
পরে বিকেলে রুহুল আমীনকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুহুল আমীনকে এক মাসের কারাদণ্ড দেন।
অপরদিকে উপজেলার ইনাতগঞ্জ হাইস্কুলের বর্ষবরণ অনুষ্ঠানে এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় ইমরান আহমেদকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। পরে তাঁকে পাঁচদিনের কারাদণ্ড দেওয়া হয়।
ইনাতগঞ্জ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (এসআই) ধর্মজিৎ সিনহা বিষয়টি নিশ্চিত করেছেন।