হবিগঞ্জ-সিলেট সড়কে বাস চলাচল বন্ধ
সিলেটের কদমতলী বাসস্ট্যান্ডে হবিগঞ্জের কয়েকটি বাসের শ্রমিকদের মারপিটের প্রতিবাদে তৃতীয় দিনের মতো হবিগঞ্জ-সিলেট সড়কে বাস চলাচল বন্ধ রয়েছে।
হবিগঞ্জের বাস শ্রমিকদের ভাষ্য, তুচ্ছ বিষয় নিয়ে গত বুধবার সকালে হবিগঞ্জের বাস চালক জুনায়েদ মিয়ার সঙ্গে সিলেটের মিতালী পরিবহনের একটি বাসের চালকের কথা কাটাকাটি হয়। এর জের ধরে ওইদিন দুপুরে সিলেটের কদমতলী বাসস্ট্যান্ডে জুনায়েদ মিয়াসহ হবিগঞ্জের কয়েকটি বাসের শ্রমিকদের মারধর করে মিতালী পরিবহনের শ্রমিকরা। এতে হবিগঞ্জের পাঁচ বাস শ্রমিক আহত হন। তাঁদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
এ ঘটনার প্রতিবাদে গত বৃহস্পতিবার সকাল থেকে হবিগঞ্জ-সিলেট সড়কে বাস চলাচল বন্ধ করে দেয় বাস মালিকদের সংগঠন হবিগঞ্জ মোটর মালিক গ্রুপ। তিনদিন ধরে বাস চলাচল বন্ধ থাকায় এ রুটে চলাচলকারী যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।
হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক শংখ শুভ্র রায় বলেন, ‘এখন পর্যন্ত সিলেট বাস মালিক সমিতি কিংবা পরিবহন শ্রমিক ইউনিয়ন বিষয়টি নিষ্পত্তির জন্য আমাদের সাথে কোনো যোগাযোগ করেনি। বিষয়টির আশু সমাধান না হলে নিরাপত্তার স্বার্থে অনির্দিষ্টকাল হবিগঞ্জ-সিলেট রুটে বাস চলাচল বন্ধ থাকবে। বিষয়টি ধীরে ধীরে বৃহৎ আন্দোলনের দিকে যাচ্ছে। সমাধানের আশ্বাস না পেলে গোটা সিলেট বিভাগের বাস চলাচল বন্ধ করে দেওয়া হবে।’