হবিগঞ্জে বজ্রপাতে যুবলীগ নেতাসহ ৩ জন নিহত
হবিগঞ্জে বজ্রপাতে যুবলীগ নেতাসহ তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো পাঁচজন।
নিহতরা হলেন লাখাই উপজেলার বুল্লা ইউনিয়ন যুবলীগের সভাপতি রমজান আলী খান (৪০), উপজেলার ভাদিকারা গ্রামের মশ্বব আলীর ছেলে দিনমজুর সফিকুল ইসলাম (৩০) ও সদর উপজেলার কাকিয়ার আব্দা গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে কৃষক আবিদ মিয়া (২৪)।
আজ শনিবার দুপুর ২টার দিকে ঝড়ো হাওয়ার সঙ্গে হালকা বৃষ্টি ও তীব্র কম্পনে ঘন ঘন বজ্রপাত হচ্ছিল। ঝড়ের সময় রমজান আলী বাড়ির পাশের জমি থেকে গরু আনতে গেলে বজ্রপাতে গুরুতর আহত হন। তাঁকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। রমজান বুল্লা গ্রামের বায়েত উল্লাহর ছেলে।
একই সময় দিনমজুর শফিকুল ইসলাম গ্রামের কাছে মাটি কাটছিলেন। ঝড় শুরু হলে বজ্রপাতে তিনি ঘটনাস্থলেই মারা যান।
অপরদিকে কৃষক আবিদ আলী স্থানীয় গুঙ্গিয়াজুড়ি হাওরে ধান কাটছিলেন। তখন বজ্রপাতে তিনি ঘটনাস্থলেই মারা যান।
হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের চিকিৎসক বজলুর রহমান জানান, রমজান আলী খান ও আবিদ মিয়াকে চিকিৎসার জন্য হাসপাতালে আনা হয়েছিল। কিন্তু তারা হাসপাতালে আনার আগেই মারা গেছেন।