পিরোজপুরে ‘আসামি’কে পিটিয়ে হত্যা
পিরোজপুরের নেসারাবাদের জলাবাড়িতে এক যুবককে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত মো. পলাশ হাওলাদার উপজেলার দক্ষিণ সমুদয়কাঠী গ্রামের বাসিন্দা। পুলিশ জানিয়েছে নিহত পলাশ একটি হত্যা মামলার আসামি।
আলী হোসেন ডাকুয়া নামের এক প্রত্যক্ষদর্শী জানান, আজ শনিবার সকাল ৯টার দিকে পলাশ ও তাঁর দুই বন্ধু পূর্ব জলাবাড়ি বালক উচ্চ বিদ্যালয়সংলগ্ন একটি দোকানে নাশতা করতে যায়। সেখানে এক যুবক পলাশকে ডেকে গার্লস স্কুলের দিকে নিয়ে যায়। এ সময় ১৫-২০ জন সহযোগী পলাশের ওপর হামলা চালায়। পরে পলাশকে এলোপাতাড়ি পিটিয়ে পাশেই একটি সেতুর ওপর ফেলে চলে যায় দুর্বৃত্তরা। পরে পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে পলাশের লাশ উদ্ধার করে নেসারাবাদ থানায় পাঠায়।
এ ব্যাপারে নেসারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্বশক্রতার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে। তবে তদন্তের পর বিস্তারিত জানা যাবে। নিহত পলাশ একটি হত্যা মামলার আসামি বলে জানিয়েছেন ওসি মনিরুল ইসলাম।
প্রতিবেদন লেখা পর্যন্ত পুলিশ কাউকে আটক করতে পারেনি।