দেখি ছোট ছবি
চার্লি চ্যাপলিনের ‘ইজি স্ট্রিট’
চার্লি চ্যাপলিন এক স্বাধীনচেতা শিল্পী। তাঁকে সাধারণ দর্শকরা একজন অভিনেতা হিসেবে চিনলেও পরিচালনার কাজটিও খুব দক্ষতার সঙ্গে করেছেন চ্যাপলিন।
হলিউডের নামকরা সব ফিল্ম কর্পোরেশনের বিরুদ্ধে একসময় একাই লড়াই করে গিয়েছেন তিনি। বানিয়েছেন বেশকিছু স্বল্পদৈর্ঘ্য ছবি।
এ রকমই একটি ছবি ‘ইজি স্ট্রিট’। ১৯১৭ সালে ছবিটি মুক্তি পেয়েছিল। হাস্যরসের মাধ্যমে ছবিতে কঠিন বাস্তবতা তুলে ধরার ব্যাপারে চ্যাপলিন ছিলেন অসাধারণ এক প্রতিভা।
ছবিতে দেখা যায় ‘ইজি স্ট্রিট’ মূলত একটি বস্তি। কিন্তু সেই বস্তির আইনশৃঙ্খলা কোনোভাবেই বজায় রাখতে পারছে না পুলিশ। বলা যায়, অনেকটা অরাজক পরিস্থিতির মধ্যেই বাস করে বস্তির মানুষ। এরই মধ্যে আগমন ঘটে চার্লি চ্যাপলিনের।
আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব এসে পড়ে চার্লির কাঁধে। বস্তির গুন্ডা এরিককে শায়েস্তা করে জেলে পাঠিয়ে দেন চার্লি। বস্তিবাসীকে সাহায্য করার মাধ্যমে জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। কিন্তু একসময় এরিক জেল থেকে পালিয়ে যায়।
২৯ মিনিট দৈর্ঘ্যের ছবিটি পরিচালনা করেছেন যৌথভাবে চার্লি চ্যাপলিন ও এডওয়ার্ড ব্রুয়ার। ছবিটিতে চার্লি চ্যাপলিন ছাড়াও আরো অভিনয় করেছেন এদনা পুরিভেন্স ও এরিক ক্যাম্পবেল।