দুই অ্যাওয়ার্ড পেল সোশ্যাল ইসলামী ব্যাংক
২০২৩-২০২৪ অর্থবছরে রেমিট্যান্স আহরণে আবারও দ্বিতীয় স্থান অর্জন করেছে সোশ্যাল ইসলামী ব্যাংক। ব্যাংকটি দুটি অ্যাওয়ার্ডও পেয়েছে। ‘রেমিট্যান্স কোম্পানি অব দ্যা ইয়ার’ ও ‘সিনিয়র সিটিজেন প্রোডাক্ট ইনিসিয়েটিভ অব দ্যা ইয়ার’ নামে দুটি অ্যাওয়ার্ড দিয়েছে এশিয়ান ব্যাংকিং এ্যান্ড ফাইন্যান্স।
গত বৃহস্পতিবার (৪ জুলাই) সিঙ্গাপুরে মারিনা বে স্যান্ডস এক্সপো অ্যান্ড কনভেনভেশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে এই অ্যাওয়ার্ড দেওয়া হয়। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম অ্যাওয়ার্ড দুটি গ্রহণ করেন। ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হাবীবুর রহমান এ সময় উপস্থিত ছিলেন।