দিনাজপুরকে ভেঙে নতুন জেলার দাবিতে হরতাল-অবরোধ
দিনাজপুর জেলাকে ভেঙে মোট ছয় উপজেলা নিয়ে বিরামপুর জেলা গঠনের দাবিতে হরতাল চলছে। আজ সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হরতাল পালন করবে বিরামপুর সম্মিলিত পেশাজীবী ঐক্য পরিষদ।
বিরামপুর, হাকিমপুর, নবাবগঞ্জ, ঘোড়াঘাট, ফুলবাড়ী, পার্বতীপুরসহ মোট ছয়টি উপজেলা নিয়ে বিরামপুরকে নতুন জেলা ঘোষণার দাবিতে হরতাল, সড়ক অবরোধ ও মহাসমাবেশ কর্মসূচি পালন করছে ঐক্য পরিষদ।
এ দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে সকাল থেকেই দোকান, ব্যবসা প্রতিষ্ঠান, স্কুল-কলেজ বন্ধ রেখে মিছিল নিয়ে দলে দলে মানুষ বিরামপুরের ঢাকা মোড়ে মহাসমাবেশে যোগ দেন। এ সময় দিনাজপুর ও ঘোড়াঘাট অভিমুখে রাস্তার দুই পাশে কয়েক কিলোমিটার সড়ক যানজটের সৃষ্টি হয়।
মহাসমাবেশে আয়োজক সম্মিলিত পেশাজীবী ঐক্য পরিষদের আহ্বায়ক রফিকুল ইসলাম সরকারের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক।
নিজের বক্তব্যে শিবলী সাদিক বলেন, বিরামপুরবাসীসহ ছয়টি উপজেলার মানুষ চলমান ইউপি নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীদের নিরঙ্কুশভাবে জয়ী করেছে। এখন এলাকাবাসীর দাবি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেন বিরামপুরকে জেলা হিসেবে ঘোষণা করেন। শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে বিরামপুরকে একদিন জেলা হিসেবে পরিণত করা হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
সমাবেশে আরো উপস্থিত ছিলেন বিরামপুর পৌরসভার মেয়র আলহাজ লেয়াকত আলী সরকার টুটুল।