বজ্রপাতে থেমে গেল স্কুলছাত্রীদের উচ্ছ্বাস
স্কুল ছুটির পর আনন্দ-ফূর্তি করে বাড়ি ফিরছিল তিন ছাত্রী। ডলি, ইশিতা ও লিপি। আচমকা থেমে যায় তাদের কোলাহল, উচ্ছ্বাস। বজ্রপাতের আঘাতে মাটিতে লুটিয়ে পড়ে তিনজন। মৃত্যু হয় ডলি ও ইশিতার। আহত হয় লিপি।
আজ সোমবার বিকেল ৪টার দিকে সিলেটের জৈন্তাপুর উপজেলার লক্ষ্মীপ্রসাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে এ দুর্ঘটনা ঘটে। হতাহত সবাই ওই স্কুলের ছাত্রী।
বজ্রপাতে ঘটনাস্থলেই নিহত ডলি মালাকার (১০) লক্ষ্মীপ্রসাদ গ্রামের পতন মালাকারের মেয়ে। সে পড়ত পঞ্চম শ্রেণিতে।
আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যায় একই গ্রামের আবদুর রহমানের মেয়ে ইশিতা রহমান তারিন (৭)। সে পড়ত দ্বিতীয় শ্রেণিতে।
আর ওই গ্রামের রানা মালাকারের মেয়ে তৃতীয় শ্রেণির ছাত্রী লিপি মালাকারকে ভর্তি করা হয়েছে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে।
জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল কবীর জানান, স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে বজ্রপাতে স্কুলের পাশেই ডলি মালাকার মারা যায়। হাসপাতালে নেওয়ার পথে মারা যায় ইশিতা।
আহতাবস্থায় লিপিকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।