অন্তর্বর্তী লভ্যাংশ ঘোষণা করল গ্রামীণফোন
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি গ্রামীণফোনের (জিপি) শেয়ারহোল্ডারদের জন্য অন্তর্বর্তী লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ১৬০ শতাংশ লভ্যাংশ দেওয়ার ঘোষণা দিয়েছে। সেই হিসেবে অভিহিত মূল্য ১০ টাকার প্রতিটি শেয়ারের বিপরীতে কোম্পানিটি ১৬ টাকা লভ্যাংশ দিবে।
মঙ্গলবার (১৬ জুলাই) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে অন্তর্বর্তী লভ্যাংশের এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে পর্ষদ সদস্যরা চলতি বছরের (২০২৪) দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) অনিরীক্ষতি আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদন করেন। তার ভিত্তিতেই অন্তর্বর্তী লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
কোম্পানি সূত্রে জানা যায়, চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৬ টাকা ৩৮ পয়সা। গত বছরের একই সময়ে ৮ টাকা ৮৪ পয়সা আয় হয়েছিল। চলতি বছরের দুই প্রান্তিক মিলিয়ে বা ৬ মাসে (জানুয়ারি-জুন) কোম্পানিটির শেয়ার প্রতি মুনাফা হয়েছে ১৬ টাকা ২৯ পয়সা। গত বছরের একই সময়ে শেয়ার প্রতি মুনাফা ছিল ১৪ টাকা ৬২ পয়সা।