নাটোরে বাসচাপায় দুই ব্র্যাক কর্মী নিহত
নাটোরের সিংড়া উপজেলায় বাসচাপায় বেসরকারি সংস্থা ব্র্যাকের দুই কর্মী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার চৌগ্রাম এলাকায় বগুড়া-নাটোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হচ্ছেন হাবিবুর রহমান (৪১) ও ইসমাইল হোসেন (২৮)।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মণ্ডল জানান, বিকেলে সাড়ে ৪টার দিকে ওই দুই ব্র্যাককর্মী সিংড়া বাজার থেকে মোটরসাইকেলে করে উপজেলার বানিহালে যাচ্ছিলেন। নাটোর-বগুড়া মহাসড়কে চৌগ্রাম এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে চাপা দিয়ে দ্রুত চলে যায়। হাবিবুর ও ইসমাইলকে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসকরা তাঁদের মৃত ঘোষণা করেন।