জয়নুল গ্যালারিতে শুরু হয়েছে চারুকলা উৎসব
শিল্প-সংস্কৃতিঋদ্ধ সৃজনশীল প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে শুরু হয়েছে ‘চারুকলা উৎসব ২০১৬’।
সারা দেশের স্বনামধন্য ১০০ জন শিল্পী এবং জয়পুরহাট জেলার বিভিন্ন স্কুলের ১২০ জন শিশু-কিশোরের আঁকা চিত্রকর্মসহ মোট ২২০টি শিল্পকর্ম প্রদর্শিত হচ্ছে এ উৎসবে।
গত ১৫, ১৬ ও ১৭ মার্চ জয়পুরহাট জেলায় অনুষ্ঠিত হয় এক আর্ট ক্যাম্প। সেই আর্ট ক্যাম্প থেকে বাছাই করা চিত্রকর্মগুলো স্থান পেয়েছে এই প্রদর্শনীতে।
‘বিজ্ঞানমনষ্কতা, সৃজনশীলতা ও সুকুমারবৃত্তিকে উৎসাহিত করা এবং কয়েক প্রজন্মের শিল্পীদের মধ্যে পারস্পরিক মেলবন্ধন গড়ে তোলা এই উৎসবের মূল উদ্দেশ্য’- এমনটাই বলেন চারুকলা উৎসবের সমন্বয়য়কারী শিল্পী হারুন-অর-রশীদ টুটুল।
শিল্পী টুটুল আরো বলেন, ‘চারুকলা উৎসবে এমনই একটা প্রচেষ্টার অংশবিশেষ যেখানে আমরা সবাই একসাথে শিল্পকর্ম নির্মাণ করেছি এবং শিল্পাচার্য জয়নুল আবেদিন শিল্পান্দোলনের মধ্য দিয়ে রুচির দীনতা ও অসুস্থ সংস্কৃতির বিরুদ্ধে যে যাত্রা শুরু করেছিলেন, তারই ধারাবাহিকতায় প্রজন্ম থেকে প্রজন্মান্তরে, শহর থেকে গ্রামে প্রত্যন্ত অঞ্চলে তাকে ছড়িয়ে দেওয়ার প্রচেষ্টাও এই আয়োজনের অন্যতম লক্ষ্য।
গত ১৮ এপ্রিল বিকেল ৪টায় এই উৎসবের উদ্বোধন করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরেণ্য চিত্রশিল্পী সৈয়দ জাহাঙ্গীর ও অধ্যাপক সমরজিৎ রায় চৌধুরী।
প্রদর্শনীটি চলবে আগামী ২৩ এপ্রিল পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত। প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত।