ভারতে সাজা খেটে ফিরল কিশোর
ভারতে আট মাস সাজা ভোগের পর দেশে ফিরেছে নিশান আলী (১৪) নামের এক বাংলাদেশি কিশোর।
আজ বুধবার সকাল ১১টায় দিনাজপুরের হিলি চেকপোস্ট দিয়ে নিশানকে হস্তান্তর করে ভারতের হিলি ইমিগ্রেশন পুলিশ। এ সময় উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
নিশান চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার বহলাবাড়ী গ্রামের জাবেদ আলীর ছেলে।
হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুজ্জামান জানান, নিশান আট মাস আগে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে। নিশান নয়াদিল্লিতে যাওয়ার পর সেখানকার পুলিশের হাতে আটক হয়।
এরপর নিশান দিল্লির শিশু সংশোধনাগার ‘শুভাস শিখা ওপেন শেল্টার হোমে’ ছয় মাস এবং পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট ‘শুভায়ণ অবজারভেশন হোমে’ দুই মাস আটক ছিল।
আজ নিশানকে দেশে হস্তান্তর করা হয়। পরে তাকে পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে বলে জানান ওসি মো. রফিকুজ্জামান।