প্রস্তাবিত স্থানে বেকুটিয়া সেতু নির্মাণের দাবি
পিরোজপুরের কাউখালীর কঁচা নদীর প্রস্তাবিত বেকুটিয়া-কুমিরমারা পয়েন্টে ‘চীন-বাংলাদেশ অষ্টম মৈত্রী সেতু’ নির্মাণের দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার বিকেলে বেকুটিয়া ফেরিঘাট এলাকায় পিরোজপুর-বরিশাল আঞ্চলিক মহাসড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন হয়।
প্রায় দুই কিলোমিটার জায়গাজুড়ে অনুষ্ঠিত এ মানববন্ধনে কাউখালী উপজেলার বিভিন্ন স্তরের মানুষ অংশ নেন।
মানববন্ধন শেষে বেকুটিয়া সেতু বাস্তবায়ন সংগ্রাম কমিটির আহ্বায়ক ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট এম নুরুল হকের সভাপতিত্বে সমাবেশ হয়। এতে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবীর, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার দেলোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান পল্টন, সংগ্রাম কমিটির সদস্য সচিব ও ভাইস চেয়ারম্যান কামরুজ্জামান মিঠু প্রমুখ।
বক্তারা বলেন, বরিশাল-ঝালকাঠি-পিরোজপুর-বাগেরহাট-মংলা-খুলনা মহাসড়কের কঁচা নদীর ওপর প্রায় এক হাজার ৪৮০ মিটার দীর্ঘ ‘চীন-বাংলাদেশ অষ্টম মৈত্রী সেতু’ নির্মাণের চুক্তি স্বাক্ষর হয়েছে ৭ এপ্রিল । হঠাৎ করে একটি মহল বেকুটিয়ার প্রস্তাবিত স্থানের সেতু স্থানান্তরের চেষ্টা চালাচ্ছে। বেকুটিয়ার সেতু বেকুটিয়াতেই নির্মাণ করতে হবে।