বিসিবির পরিচালক হলেন নাজমুল আবেদীন ফাহিম
পরিবর্তন এসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি)। নাজমুল হাসান পাপন আজ বুধবার (২১ আগস্ট) পদত্যাগ করেছেন সভাপতির পদ থেকে। বিসিবির নতুন প্রধান এখন সাবেক ক্রিকেটার ও প্রধান নির্বাচক ফারুক আহমেদ। বদল এসেছে পরিচালনা পর্ষদেও।
বিসিবির পরিচালক হিসেবে নিযুক্ত হলেন নাজমুল আবেদীন ফাহিম। আজ জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) প্রতিনিধি হিসেবে পরিচালক পদ পান ফাহিম।
দেশের ক্রিকেটের চেনা মুখ নাজমুল আবেদীন। ক্রিকেট কোচ ও বিশ্লেষক হিসেবে খ্যাতি রয়েছে। তার হাত ধরে উঠে এসেছেন অসংখ্য ক্রিকেটার। অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর তিনি সোচ্চার হয়েছিলেন বিসিবিতে সংস্কার প্রসঙ্গে। এবার দায়িত্ব পেলেন ক্রিকেটের উচ্চ পর্যায়ে।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সভাকক্ষে আজ বিসিবির জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় ই-মেইলের মাধ্যমে পদত্যাগপত্র জমা দেন নাজমুল হাসান। নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হন ফারুক আহমেদ। সেখানেই জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) থেকে মনোনীত হয়ে পরিচালকের দায়িত্ব পান নাজমুল আবেদীন।
এর আগে গত ১০ আগস্ট বিসিবির আগামীর রূপরেখা নিয়ে নাজমুল আবেদীন বলেছিলেন, ‘এটি নিয়ে আমরা বছরের পর বছর চিন্তাভাবনা করেছি। কোন জায়গায় কী করলে আরেকটু এগোনো যায়, কোন জায়গায় ঘাটতি আছে, আমাদের কী রিসোর্স আছে, যা দিয়ে আমরা এগোতে পারি। সামনে হয়তো এটা নিয়ে আমি আলাপও করব।’
প্রয়োজন হলে নতুন উপদেষ্টার (আসিফ মাহমুদ) সঙ্গে বসবেন বলে জানিয়েছিলেন নাজমুল আবেদীন। বলেছিলেন, ‘সেখানে (নতুন উপদেষ্টার সঙ্গে বসে) যদি ভালো কিছু দেওয়া যায়, তাহলে কেন নয়? আমি অবশ্যই এতে অংশ নেব। যারা এসব ব্যাপারে অবগত আছেন, তাদের কাছ থেকে আইডিয়া নেওয়া দরকার। সিদ্ধান্ত গ্রহণে সহজ হবে।’