মালয়েশিয়া সেরেমবান বিএনপির নতুন কমিটি
নতুন কমিটির আত্মপ্রকাশ উপলক্ষে মালয়েশিয়া বিএনপির সেরেমবান শাখা বিশেষ আলোচনা সভা করেছে। গতকাল রোববার বিকেলে কুয়ালালামপুরের অদূরে সেরেমবানের কাল্টন হোটেলে ওই সভা অনুষ্ঠিত হয়।
মোহাম্মদ হাসানের অনুষ্ঠান সঞ্চালনায় সেরেমবান বিএনপির সভাপতি মোহাম্মদ সালাউদ্দিন মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন মালয়েশিয়া বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা সালাউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন মালয়েশিয়া বিএনপি কেন্দ্রীয় কমিটির সহসাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন লিটন, প্রচার সম্পাদক এস এম বশির আলম প্রমুখ।
সভায় বক্তারা বলেন, দেশ এখন চোরের রাজ্যে পরিণত হয়েছে। বর্তমান ভোটারবিহীন সরকার শুধু ব্যাংক ও ভোট চোরই নয়, তারা মানুষের আবেগও চুরি করেছে। বক্তারা আরো বলেন, প্রবাসীদের অর্থে দেশ চলে আর সেই প্রবাসীদের টাকা লুটে পুটে খাচ্ছে সরকার।
সভায় বক্তারা আরো বলেন, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির প্রসঙ্গ আড়াল করার জন্য সরকার বিভিন্ন নাটক সাজাচ্ছে। এরই অংশ হিসেবে জ্যেষ্ঠ সাংবাদিক শফিক রেহমানকে গ্রেপ্তার করা হয়েছে। সারা দেশ এখন জেলখানায় পরিণত হয়েছে। দেশে বাক স্বাধীনতা নেই। সরকারের বিরুদ্ধে কথা বললেই কারাগারে যেতে হয়।
মালয়েশিয়া বিএনপিকে আরো শক্তিশালী করার লক্ষ্যে মালয়েশিয়া বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার বাদলুর রহমান খান ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মোশাররফ হোসেনের অনুমতিক্রমে মোহাম্মদ সালাউদ্দিনকে সভাপতি, শওকত সরকারকে সাধারণ সম্পাদক এবং এমারত হোসেন মোহাম্মদ আলমকে সাংগঠনিক করে ৮১ সদস বিশিষ্ট সেরেমবান কমিটি গঠিত হয়েছে। কমিটিকে অনুমোদন দেন মালয়েশিয়া বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা সালাউদ্দিন।