শেরপুরে নির্বাচন-পরবর্তী সহিংসতা, বাড়িঘর ভাঙচুর
শেরপুরের একটি ইউনিয়নে তৃতীয় ধাপের নির্বাচন-পরবর্তী দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন ১৫ জন। এ সময় তিনটি বাড়ি ভাঙচুর করা হয়েছে। আহতদের শেরপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ সোমাবার সকাল থেকে দুপুর পর্যন্ত লছমনপুর ইউনিয়নে বিজয়ী ও পরাজিত ইউপি সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল করিম জানান, লছমনপুর ইউনিয়নে ২ নম্বর ওয়ার্ডের বিজয়ী ইউপি সদস্য সেলিম মিয়া ভোট না দেওয়া নিয়ে তাঁর সমর্থকদের সঙ্গে পরাজিত ইউপি সদস্য প্রার্থী মোস্তফা ফকিরের সমর্থকদের কথাকাটাকাটি হয়। পরবর্তী সময়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় অন্তত ১০ জন আহত হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
ওসি আরো জানান, ঘটনার পর কেউ মামলা করেনি।
এদিকে সকালে লছমনপুর ইউনিয়নের সান্দারপাড়ায় দুই নারী সদস্য পদপ্রার্থীর সমর্থকদের মধ্যে মারামারির ঘটনায় চারজন আহত হয়েছে। এ ছাড়া পৌরশহরের শেরীপাড়াতেও নির্বাচন নিয়ে সমর্থকদের সংঘর্ষে দুজন আহত হয়েছে।
কোনো ঘটনাতেই থানায় মামলা হয়নি।