এস আলম গ্রুপের চেয়ারম্যানের মায়ের দাফনে ছিলেন না কোনো ছেলে
দেশের আলোচিত শিল্পগোষ্ঠী এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদের মা চেমন আরা বেগমকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। গতকাল রোববার (২১ অক্টোবর) বিকেলে মায়ের শেষ বিদায় ও জানাজায় সাইফুল আলম মাসুদসহ ছয় সন্তানের কেউ ছিলেন না।
চেমন আরা বেগম রোববার ফজরের নামাজের পর রাজধানীর নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর।
গত ৫ আগস্ট দেশের পরিবর্তিত পরিস্থিতির আগেই এস আলম গ্রুপের কর্ণধাররা সপরিবারে দেশত্যাগ করেন। তবে সন্তান ও পরিবারের সদস্যদের কেউ না থাকলেও পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জানাজায় আত্মীয়-স্বজনসহ হাজারও সাধারণ মানুষের ঢল নামে।
জানা গেছে, এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদ সিঙ্গাপুরে অবস্থান করছেন। অপর ছেলে আবদুস সামাদ লাভু ও তার স্ত্রী শারমিন ফেরদৌস কানাডায় অবস্থান করছেন। রাশেদুল আলম খোরশেদ মালয়েশিয়ায় রয়েছেন, শহিদুল আলম পরিবার নিয়ে আমেরিকায় ও ওসমান গনি ভারতে রয়েছেন। পরিবারের অপর সদস্যরা সিঙ্গাপুরে রয়েছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। যার ফলে পরিবারের ঘনিষ্ঠ কোনো সদস্য মরহুমার জানাজা ও শেষ বিদায়ে উপস্থিত থাকতে পারেননি।
মরহুমার পারিবারিক সূত্র জানায়, দীর্ঘদিন চেমন আরা বেগম বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। রাজধানীর বাসায় রোববার ফজরের নামাজের পর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এদিন বাদ আসর চট্টগ্রামের পটিয়া আদর্শ উচ্চবিদ্যালয় মাঠে জানাজা শেষে তাকে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।