হারের কারণ জানিয়ে যা বললেন অধিনায়ক শান্ত
লক্ষ্যটা ছিল ২৩৬ রান। ওয়ানডে ক্রিকেটের বিচারে যাকে মামুলিই বলা চলে। তার ওপর রান তাড়ায় বাংলাদেশের শুরুটা যেমন হয়েছিল তাতে জয় পাওয়াটা খুব কঠিন বলে মনে হয়নি। অথচ দর্শকরা ভাবে এক বাংলাদেশ দল করে আরেক! একটি সহজ ম্যাচে কীভাবে হারতে তার সব নমুনা দেখি শেষ পর্যন্ত হারই মানল বাংলাদেশ।
হারের পর সেই পুরোনো অজুহাত। ব্যাটিং ব্যর্থতা। মাসের পর মাস, ম্যাচের পর ম্যাচ যায়—কিন্তু এই ব্যর্থতা আর কাটেনা। শারজায় কাল আরেকবার এই ব্যাটিং ভরাডুবির কারণে আফগানিস্তানের কাছে ৯২ রানে হারল বাংলাদেশ।
হারের কারণ নিয়ে অধিনায়ক শান্ত বলেন, ‘আমার মনে হয়, আমার উইকেটই ম্যাচে পার্থক্য গড়ে দিয়েছে। কারণ আমি থিতু হয়ে গিয়েছিলাম। এছাড়া মিরাজ, সৌম্য, আমরা ৩০-৪০ রান করে আউট হয়েছি। এই ধরনের কন্ডিশনে আরও লম্বা সময় ব্যাট করা প্রয়োজন ছিল। ব্যাটিংয়ে এটিই ছিল মূল সমস্যা।’
শান্ত আরও বলেন, ‘আমাদের শুরুটা ভালো হয়েছিল। প্রথম ১৫-২০ ওভার আমরা খুবই ভালো বোলিং করেছি। তবে মাঝের সময়টায় আমরা পরিকল্পনার বাস্তবায়ন করতে পারিনি আমরা। উইকেটে বাউন্স ছিল নিচু। আমাদের কেবল প্রয়োজন ছিল লম্বা সময় ধরে সঠিক জায়গায় বল রেখে যাওয়া।’
সেই সঙ্গে পরের ম্যাচে ঘুরে দাঁড়ানোর বার্তাও দিলেন শান্ত। বললেন, ‘প্রস্তুতি দুর্দান্ত ছিল আমাদের, আজকের দিনটি আমাদের ছিল না। আশা করি, পরের ম্যাচে আমরা দারুণভাবে ঘুরে দাঁড়াতে পারব।’