হার্ট অ্যাটাক করেছেন সংগীতশিল্পী তপন চৌধুরী
হার্ট অ্যাটাক করেছেন কানাডা প্রবাসী সংগীতশিল্পী তপন চৌধুরী। দেশটির মন্ট্রিয়েলে শারীরিকভাবে অসুস্থতা অনুভব করলে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকেরা জানান, তার হার্ট অ্যাটাক (হৃদরোগ) হয়েছে।
খবরটি নিশ্চিত করে সংগীতশিল্পী দিনাত জাহান মুন্নী বলেন, ‘কয়েক দিন ধরে তপনদা বলছিলেন খারাপ লাগার কথা। গত সপ্তাহে নিউইয়র্কে এসেও তেমনটা বলেছিলেন। মন্ট্রিয়লে ফিরে যাওয়ার পর চিকিৎসকের শরাণাপন্ন হন। ২৬ নভেম্বর পরীক্ষা–নিরীক্ষা শেষে চিকিৎসক জানতে পারেন, হার্টে দুটি ব্লক ধরা পড়েছে। পরদিন দুটি রিং পরানো হয়। এরপর দুদিন হাসপাতালে রাখা হয়। এখন বাসায় আছেন। বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসক।’
সপরিবারে এখন কানাডাতে থাকেন তপন চৌধুরী। সম্প্রতি হঠাৎ শারীরিকভাবে অসুস্থতা অনুভব করলে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। এরপর চিকিৎসকেরা জানান, তার হার্ট অ্যাটাক হয়েছে।
সত্তরের দশকের শেষ দিকে গানের জগতে পদচারণ তপন চৌধুরীর। ব্যান্ডে গাওয়ার পাশাপাশি একটা সময় একক ক্যারিয়ারে মনোযোগী হন। তার উল্লেখযোগ্য গানের মধ্যে রয়েছে ‘মন শুধু মন ছুঁয়েছে’, ‘তুমি আমার প্রথম সকাল’, ‘পলাশ ফুটেছে শিমুল ফুটেছে’, ‘এই রুপালি চাঁদে’, ‘মনে করো তুমি আমি’, ‘পাথরের পৃথিবীতে কাচের হৃদয়’, ‘আজ ফিরে না গেলেই কি নয়’, ‘আকাশের সব তারা ঝরে যাবে’, ‘আমি কি বেঁচে আছি’।