পিরোজপুরে স্বামী হত্যায় স্ত্রীসহ চারজনের ফাঁসি
পিরোজপুরের জিয়ানগরের মানিক মাঝি হত্যা মামলায় স্ত্রী শিউলী বেগমসহ চারজনের ফাঁসির আদেশ দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালত।
এ ছাড়া প্রত্যেক আসামিকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়। পিরোজপুরের জেলা ও দায়রা জজ মো. গোলাম কিবরিয়া আজ বুধবার দুপুর ১টায় এ রায় ঘোষণা করেন।
মামলার বিবরণে জানা যায়, মানিকের চাচাতো ভাই আসাদ মাঝির সঙ্গে স্ত্রী শিউলীর পরকীয়ার সম্পর্ক ছিল। এর সূত্র ধরে মানিককে সরিয়ে দিতে তাঁর স্ত্রী শিউলী ২০১০ সালের ২৫ অক্টোবর রাতে তাঁকে শরবতের সাথে ওষুধ মিশিয়ে অচেতন করে রাখেন। পরে ওই রাতেই আসাদ মাঝি, গাজি ফরিদ উদ্দিন আহম্মেদ ফনি ও বেলাল গাজী শিউলির সহায়তায় তাঁকে কুপিয়ে হত্যা করেন। পরের দিন সকালে তার মা ও ভাই ঘরে ডাকতে গেলে সেখানে মানিক মাঝিকে মৃত দেখতে পান। পরে পুলিশ এসে তাঁর লাশ উদ্ধার করে।
ঘটনার পরের দিন আসাদ ও শিউলিকে পুলিশ গ্রেপ্তার করে এবং ওই দিনই মানিকের ভাই মিজানুর রহমান বাদী হয়ে ইন্দুরকানী থানায় উল্লিখিত চারজনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার নয় মাস পর শিউলির স্বীকারোক্তি মোতাবেক তাঁর বাড়ির পেছন থেকে হত্যায় ব্যবহৃত দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করে পুলিশ। এর প্রায় সাড়ে পাঁচ বছর পর মামলার এ রায় ঘোষণা করা হলো।