অ্যান্টার্কটিকার পথে ২৭ বাংলাদেশি
পৃথিবীর দক্ষিণতম প্রান্তের মহাদেশ অ্যান্টার্কটিকা। বিশাল এই নির্জনতম মহাদেশ সফরে রওনা হয়েছেন ২৭ বাংলাদেশি। জলপথের এই দলে আছে ১১ বছরের শিশু থেকে ৮০ বছরের বৃদ্ধও।
ফকল্যান্ড দ্বীপপুঞ্জ হয়ে ২১ দিন এ সফর করবেন ভ্রমণকারী এই দল। তাদের সবাই বাংলাদেশের নাগরিক। যদিও দলটিতে কয়েকজন অস্ট্রেলিয়া, কানাডা, ইউএসএ, ওমান থেকেও যুক্ত হন।
সফরে থাকা এ বিষয়ে বাংলাদেশি বিশ্বজয়ী তানভীর অপু এনটিভি অনলাইনকে বলেন, ‘ইতোপূর্বে ব্যক্তিগতভাবে বাংলাদেশ থেকে কেউ কেউ অ্যান্টার্কটিকা সফরে গেলেও এ প্রথম ২৭ বাংলাদেশি এ সাহসিকতার পরিচয় দিচ্ছে। আমরা ফকল্যান্ড হয়ে ধীরে ধীরে অ্যান্টার্কটিকা মহাদেশ জয়ে যাচ্ছি। তিনি বলেন, আমাদের সাথে ১০ জন নারীসহ ১১ বছরের একজন শিশু এবং ৮০ বছরের একজন রয়েছেন। ’
অ্যান্টার্কটিকা মহাদেশের অবস্থান সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৯৫০০ ফুট উঁচুতে। এখানে ছয় মাস আকাশে থাকে সূর্য আর বাকি ছয় মাস অন্ধকার। বিশেষ সময়ে তাপমাত্রা নেমে যায় মাইনাস ৮০ ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত। তবুও সেখানে ওঠানামা করে বিমান। এমনকি, আছে ইন্টারনেট সুবিধাও। যদিও অ্যান্টার্কটিকার বাতাসে নেই আদ্রতা। তাই সেখানে বসবাসরতদের শঙ্কা থাকে চর্মরোগ ও ডিহাইড্রেশনে আক্রান্তের। এ ছাড়া বাতাসে অক্সিজেনের পরিমাণও স্বাভাবিকের চেয়ে কম।
৬ ডিসেম্বর ভ্রমণকারীদের যাত্রা শুরু হয়েছে পৃথিবীর সর্ব দক্ষিণের শেষ শহর আর্জেন্টিনার উসুয়াইয়ায় থেকে। এটা শেষ হবে ২৫ শে ডিসেম্বর।