ঠাকুরগাঁওয়ে নির্বাচনী সহিংসতায় নারী নিহত
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ হয়েছে। এতে আসমা বেগম (৫৮) নামের এক নারী নিহত হয়েছেন।
গতকাল শনিবার রাত ১০টার দিকে আমজানখোর ইউনিয়নের বেউঝারি দাখিল মাদ্রাসাকেন্দ্রে ভোট গণনা শেষে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রাতে বেউঝারি দাখিল মাদ্রাসাকেন্দ্রে ভোটগণনা শেষে মোরগ ও ফুটবল প্রতীকের দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সংঘর্ষে আসমা বেগম নিহত হন। তাঁর লাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।
বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, রাতে ভোটগণনা শেষে ফলাফলের শিট কেন্দ্র থেকে নিয়ে আসার পর সংঘর্ষ হয়। তিনি বলেন, গতকাল রাত ও বিকেলের সংঘর্ষের ঘটনায় মামলা করা হয়েছে। এতে অজ্ঞাতপরিচয় ২০০ জনকে আসামি করা হয়েছে।