জীবিত থেকেও মৃত নির্বাচিত চেয়ারম্যান!
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার শিবরামপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) বর্তমান চেয়ারম্যান জনক চন্দ্র অধিকারী। অথচ ভোটার তালিকায় তাঁর নাম নেই। নাম আছে মৃত ভোটার তালিকায়।
জনক চন্দ্র অধিকারী বর্তমান সংশোধিত ভোটার তালিকায় তাঁর নাম না পেয়ে ঢাকায় নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন থেকে তাঁর নাম সংযোজন করে গত ৪ মে একটি স্মারক পাঠানো হয় উপজেলা নির্বাচন কার্যালয়ে।
জনক চন্দ্র অধিকারী সাংবাদিকদের বলেন, ‘আমি শিবরামপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান। এর আগে এই ইউনিয়নের সদস্য ছিলাম। এবার পঞ্চম ধাপের নির্বাচনের অংশগ্রহণের জন্য গত ৩ মে উপজেলা নির্বাচন কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিতে গিয়ে দেখি ভোটার তালিকায় আমার নাম নেই। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা নির্বাচন অফিসারের দৃষ্টি আকর্ষণ করলে তাঁরা কোনো উত্তর দিতে পারেননি। পরে নিরুপায় হয়ে ঢাকায় নির্বাচন কমিশন কার্যালয় বরাবর আবেদন করি।’
জনক চন্দ্র অধিকারী বলেন, ‘অবশ্য পরে খোঁজ নিয়ে জানতে পারি, ভোটার তালিকায় আমাকে মৃত দেখানো হয়েছে।’
এ বিষয়ে জানতে চাইলে বীরগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. শামসুল আযম সাংবাদিকদের বলেন, ‘কম্পিউটার বিভ্রাটের কারণে এমনটি হয়েছে। উনার (জনক চন্দ্র অধিকারী) বিষয়টি নিয়ে আমরাও বিব্রত। তবে তাঁর আবেদনের পরিপ্রেক্ষিতে কমিশন থেকে নাম সংযোজন করে গত ৪ মে একটি স্মারক আমাদের কাছে এসেছে। এখন তাঁর নির্বাচনে অংশগ্রহণে কোনো বাধা নেই।’
আগামী ২৮ মে শিবরামপুর ইউপিসহ দেশের ৭৩৩ ইউপিতে ভোট হওয়ার কথা রয়েছে।