শিশু হত্যার ২২ বছর পর রায়, পাঁচজনের ফাঁসি
হবিগঞ্জের বানিয়াচংয়ে শিশু জিয়াউল হক হত্যার ঘটনার প্রায় ২২ বছর পর পাঁচজনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।
আজ সোমবার দুপুরে হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মাফরোজা পারভীন এ আদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—বানিয়াচং উপজেলার টুপিয়াজুরি গ্রামের আলী হায়দার, রেনু মিয়া, আদিব মিয়া, আবদুল আহাদ ও আউয়াল মিয়া।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, বানিয়াচং উপজেলার টুপিয়াজুরি গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলেদের মধ্যে পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে ১৯৯৪ সালের ১৩ মে সৎভাই আলী হায়দার আসামিদের নিয়ে ছোট ভাই ১৩ বছর বয়সী জিয়াউল হককে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করে।
এ ঘটনায় নিহতের মা রূপচান বিবি ১৯৯৫ সালের ১ জানুয়ারি থানায় মামলা দায়ের করেন। পুলিশ নয়জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। মামলা চলাকালে চার আসামি মারা যায়। মামলায় সাক্ষ্যপ্রমাণ গ্রহণ শেষে বিচারক এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামি আবদুল আউয়াল ছাড়া বাকি আসামিরা আদালতে হাজির ছিল।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত সরকারি কৌঁসুলি (পিপি) আবদুল আহাদ ফারুক।