দিনাজপুরে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল শিক্ষকের
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার আমতলী এলাকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তাঁর স্ত্রী ।
আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে দিনাজপুর-ফুলবাড়ী সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিক্ষকের নাম দুর্গা প্রসাদ রায় (৩৫)। তিনি আমেনা করিম মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ের শিক্ষক ছিলেন।
দুর্গা প্রসাদ বীরগঞ্জ উপজেলার মরিচা ইউনিয়নের মহাদেবপুর গ্রামের বাসিন্দা। দুর্ঘটনায় আহত তাঁর স্ত্রী পারুল রাণী রায়কে (৩১) দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান আনিছ জানান, আজ সকালে স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে করে ফুলবাড়ীর দিকে যাচ্ছিলেন দুর্গা প্রসাদ। পথে একটি ট্রাক পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। দুর্ঘটনার পর ট্রাকটি পালিয়ে যায়।
ওসি আরো জানান, ময়নাতদন্তের জন্য দুর্গা প্রসাদের লাশ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।