বীরগঞ্জে আ. লীগের ৯ বিদ্রোহী প্রার্থী বহিষ্কার
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের ৯ বিদ্রোহী চেয়ারম্যান পদপ্রার্থীকে দলীয় সিদ্ধান্ত উপেক্ষা ও শৃঙ্খলা ভঙ্গের দায়ে বহিষ্কার করা হয়েছে।
আজ রোববার বীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের এ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. জাকারিয়া জাকার সভাপতিত্বে এ সভা পরিচালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. নূর ইসলাম।
বহিষ্কৃতরা হচ্ছেন বীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি রবীন্দ্রনাথ গোবিন বর্মণ, সাধারণ সম্পাদক দেবেশ চন্দ্র রায়, সাংগঠনিক সম্পাদক গোপাল দেব শর্মা, নির্বাহী সদস্য পরেশ চন্দ্র রায়, জনক চন্দ্র অধিকারী, জাহাঙ্গীর হোসেন, রহমত আলী ও সুরেন্দ্র নাথ রায়।