বিরামপুরে অস্ত্র ও মাদকসহ যুবক আটক
দিনাজপুরের বিরামপুর উপজেলা থেকে অস্ত্র ও মাদকসহ এক যুবককে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গতকাল মঙ্গলবার রাতে উপজেলা শহরের কেটরা বাজার এলাকা থেকে ওই যুবককে আটক করা হয়।
আটক মো. তাইজুল ইসলামের (৩২) কাছ থেকে একটি দেশীয় শুটারগান, দুটি গুলি ও ৩৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। তাইজুল উপজেলার ভাইগড় নিশিবাপুর এলাকার বাসিন্দা।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাইজুলকে আটক করা হয়। এ ঘটনায় র্যাব বাদী হয়ে মামলা করেছে।