মিসরীয় বিমানের ধ্বংসাবশেষের ছবি প্রকাশ
ভূমধ্যসাগরে অভিযান চালিয়ে মিসরীয় বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার করেছে দেশটির সামরিক বাহিনী। আজ রোববার এই ধ্বংসাবশেষের ছবি সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে। এর আগে মিসরীয় সামরিক বাহিনীর মুখপাত্রের ফেসবুক পেজে ছবিগুলো পোস্ট করা হয়।
বিবিসি জানায়, সামরিক বাহিনীর দেওয়া ছবিগুলোর মধ্যে আছে ‘লাইফ ভেস্ট’, আসনের ভাঙা অংশসহ কিছু বস্তু, যা দেখে নিশ্চিত হওয়া যায় এসব মিসরীয় বিমানেরই। লাইফ ভেস্টসহ বিভিন্ন বস্তুতে ইজিপ্ট এয়ারের লোগো দেখা যায়।
এর আগে গতকাল শনিবার এজিপ্ট এয়ারের এমএস-৮০৪ উড়োজাহাজটির ধ্বংসাবশেষ ভূমধ্যসাগরে পাওয়া গেছে বলে জানায় মিসরের সামরিক বাহিনী। তবে ধ্বংসাবশেষ পাওয়া গেলেও বিমানের গুরুত্বপূর্ণ দুটি ব্ল্যাকবক্সের কোনো হদিস মেলেনি এখনো। এগুলো উদ্ধার হলে বিমান ধ্বংসের কারণ সম্পর্কে জানা যেত বলে মনে করেন বিশেষজ্ঞরা।
গত বৃহস্পতিবার ভোরে ইজিপ্ট এয়ারের এয়ারবাস এ-৩২০ বিমানটি প্যারিস থেকে কায়রো যাচ্ছিল। ৬৬ যাত্রী নিয়ে বিমানটি ভূমধ্যসাগরে হারিয়ে যায়।
তদন্তে জানা গেছে, হারিয়ে যাওয়ার কয়েক মিনিট আগেই মিসরীয় বিমানের কেবিনের কয়েকটি অংশ থেকে ধোঁয়া বের হচ্ছিল। তবে বিমান ধ্বংসের কারণ এখনো উদঘাটন করা যায়নি।
বিমান দুর্ঘটনার বিষয়ে কারিগরি ত্রুটির চেয়ে সন্ত্রাসী হামলার সম্ভাব্যতাকেই বেশি প্রাধান্য দিচ্ছে মিসর। এমএস৮০৪ ফ্লাইটের ওই বিমানটির বেশির ভাগ যাত্রীই ছিলেন মিসর ও ফ্রান্সের। একজন ব্রিটিশ যাত্রীও ছিলেন বিমানটিতে।
গতকাল শনিবার ধ্বংস হওয়া মিসরীয় বিমানের যাত্রীদের সঙ্গে বসেন ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-মার্ক অ্যঁরাল্ট। তিনি বলেন, সম্ভাব্য সব কারণই খতিয়ে দেখা হচ্ছে। তবে এখনো ধ্বংসের কারণ নিশ্চিত হওয়া যায়নি।