বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল ট্রাকচালকের
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে ট্রাকের চালক নিহত হয়েছেন।
দুর্ঘটনায় আহত হয়েছেন ট্রাকের চালকের সহকারী ও বাসের তিন যাত্রী।
আজ বুধবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কে গোবিন্দগঞ্জ উপজেলার বকচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় হতাহত ব্যক্তিদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আহত চারজনকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গাইবান্ধা থেকে এসআর ট্রাভেলসের একটি বাস ঢাকা যাচ্ছিল। বাসটি গোবিন্দগঞ্জ উপজেলার বকচর এলাকায় পৌঁছালে বগুড়া থেকে রংপুরগামী একটি মালবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকে থাকা চালক ছিটকে মাটিতে পড়ে যান। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এ সময় ট্রাকের হেলপার ও বাসে থাকা চার যাত্রী গুরুতর আহত হন।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. আনছার আলী জানান, দুর্ঘটনার পর বাস ও ট্রাকটি আটক করা হয়েছে।