চার্জশিট গেল মুখ্য বিচারিক হাকিমের কাছে
হবিগঞ্জের বাহুবল উপজেলার চাঞ্চল্যকর চার শিশু হত্যা মামলাটি মুখ্য বিচারিক হাকিমের আদালতে পাঠিয়েছেন আমলি আদালতের বিচারক। আজ বুধবার দুপুর ২টার দিকে হবিগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মোহাম্মদ কাউছার আলমের আদালতে চার্জশিটের শুনানি শেষে এ আদেশ দেওয়া হয়।
শুনানি শেষ কাউছার আলম জানান, চার্জশিটে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ধারা সংযুক্ত করা হয়েছে। তাই এই চার্জশিট গ্রহণ করার এখতিয়ার তাঁর আদালতের নেই। এ বিষয়ে সিদ্ধান্ত দেবেন মুখ্য বিচারিক হাকিমের আদালত। তাই তিনি মামলাটি ওই আদালতে পাঠানোর আদেশ দেন।
এছাড়া একই আদালতে মামলার সাত আসামির জামিন আবেদন করলে বিচারক তাঁদের জামিন নামঞ্জুর করেন।
এদিকে, নিহত শিশু ইসমাইলের রক্তমাখা পাঞ্জাবি যে সিএনজি অটোরিকশায় পাওয়া গিয়েছিল পুলিশের হেফাজতে থাকা সেই অটোরিকশাটি মালিকের জিম্মায় দেওয়ার জন্য আবেদন করা হয়। বিচারক শুনানি শেষে আইনজীবীদের সাথে নিয়ে অটোরিকশাটি সরেজমিন পরিদর্শন করেন। এ সময় তিনি অটোরিকশায় রক্তের দাগ দেখে মালিক আবদুল কদ্দুছের আবেদন নামঞ্জুর করেন।
বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ত্রিলোক কান্তি চৌধুরী বিজন জানান, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মামলাটি যে আদালতে পাঠাবেন সেই আদালতে চার্জশিট গ্রহণের জন্য আবেদন জানাবেন তাঁরা।
গত ৫ এপ্রিল হবিগঞ্জ গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তাদির হোসেন চার শিশু হত্যার ঘটনায় আটজনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন।
গত ১২ ফেব্রুয়ারি বিকেলে চার শিশু নিখোঁজ হয়েছিল। নিখোঁজের পাঁচদিন পর বাড়ির অদূরে বালিমাটিতে পুতে রাখা অবস্থায় তাদের লাশ উদ্ধার করে পুলিশ।