ট্রাইব্যুনালে গাইবান্ধার ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় গাইবান্ধা জেলার নান্দিদা ও ফুলবাড়ি গ্রামের পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
পরোয়ানাভুক্ত আসামিরা হলেন আবদুল জব্বার মণ্ডল, মো. জাফিজার রহমান ওরফে খোকা, আবদুল ওয়াহেদ মণ্ডল, মমতাজ আলী ব্যাপারী ও আজগর হোসেন খান।
আজ রোববার এক আবেদনের শুনানি শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এর চেয়ারম্যান বিচারপতি মো. আনোয়ারুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এই পরোয়ানার আদেশ দেন। বেঞ্চের অপর সদস্যরা হলেন বিচারপতি মো. শাহীনুর ইসলাম ও বিচারপতি মো. সোহরাওয়ার্দী।
এ ছাড়া মামলার আরেক আসামি মো. রঞ্জু মিয়াকে (বর্তমানে সন্ত্রাস দমন আইনে গ্রেপ্তার) ট্রাইব্যুনালের অধীনে আটকাদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।
আবেদনের পক্ষে ট্রাইব্যুনালে শুনানি করেন প্রসিকিউটর ঋষিকেশ সাহা এবং তাঁকে সাহায্য করেন প্রসিকিউটর সাবিনা ইয়াসমিন মুন্নি।
গাইবান্ধার পাঁচজন আসামির বিরুদ্ধে একাত্তরে সাধারণ মানুষদের ওপর হামলা, হত্যা ও ৫০টি বাড়িতে লুটপাট করা এবং খুঁজে খুঁজে মুক্তিযোদ্ধাদের ওপর হামলার অভিযোগ রয়েছে।