ঠাকুরগাঁওয়ে ধান সংগ্রহ শুরু
ঠাকুরগাঁওয়ে সরকারিভাবে ধান সংগ্রহ অভিযান শুরু হয়েছে।
আজ রোববার দুপুর ১২টায় সদর উপজেলা খাদ্য বিভাগের গুদাম চত্বরে আনুষ্ঠানিকভাবে ধান সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন।
জেলা খাদ্য নিয়ন্ত্রক জানান, ২৩ টাকা কেজি দরে সরাসরি কৃষকের কাছ থেকে জেলায় আট হাজার ২৪৮ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে। সংগ্রহ অভিযান আগামী ৩০ আগস্ট পর্যন্ত চলবে।
অনুষ্ঠানে জেলা খাদ্য নিয়ন্ত্রক মোছাব্বের হোসেন চৌধুরীর সভাপতিত্বে জেলা প্রশাসক মুকেশ চন্দ্র বিশ্বাস, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।