শ্রেষ্ঠ প্রতিষ্ঠান ঠাকুরগাঁও সরকারি বালক স্কুলের আনন্দ শোভাযাত্রা
জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৬ তে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় সারা দেশের মধ্যে সেরা শিক্ষাপ্রতিষ্ঠান ও রংপুর বিভাগের মধ্যে ওই বিদ্যালয়ের সেরা প্রধান শিক্ষক নির্বাচিত হওয়ায় আনন্দ শোভাযাত্রা বের করা হয়েছে।
আজ বুধবার সকালে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে বিদ্যালয় এসে শেষ হয়।
ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আখতারুজ্জামান সাবুর নেতৃত্বে আনন্দ শোভাযাত্রায় জেলা প্রশাসক মুকেশ চন্দ্র বিশ্বাস ও বিদ্যালয়ের দুই শিফটের ছাত্র এবং শিক্ষকরা উপস্থিত ছিলেন। এ ছাড়া সাবেক ছাত্ররাও ছিলেন। এ সময় ছাত্ররা আতশবাজি ও রং মেখে শোভাযাত্রা স্লোগানে স্লোগানে মুখর করে তোলে। সন্ধ্যায় একটি সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গত ২৮ মে রাষ্ট্রপতির কাছে শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান ও সেরা প্রধান শিক্ষকের সনদপত্র গ্রহণ করেন ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক।