গোবিন্দগঞ্জে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তি নিহত হয়েছেন।
গতকাল বুধবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার শিবপুর ইউনিয়নের মালঞ্চা গ্রামে এ ঘটনা ঘটে।
বন্দুকযুদ্ধে নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। তিনি নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য বলে পুলিশ দাবি করেছে। বন্দুকযুদ্ধের পর কিছু গোলাবারুদ ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
পুলিশের ভাষ্য, বুধবার দিবাগত রাতে গোবিন্দগঞ্জ উপজেলার শিবপুর ইউনিয়নের মালঞ্চা গ্রামে নাশকতার উদ্দেশ্যে জেএমবি সদস্য জাহাঙ্গীরের বাড়িতে বৈঠক হচ্ছে বলে খবর পায় পুলিশ। রাতে সেখানে পুলিশের একটি দল অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে জেএমবি সদস্যরা গুলি চালায়। পুলিশও পাল্টা গুলি চালালে জেএমবি সদস্যরা পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় অজ্ঞাত এক জেএমবি সদস্যের লাশ উদ্ধার করে।
গোবিন্দগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) গফুর বন্দুকযুদ্ধে একজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।