তিন কোটি টুইটার পাসওয়ার্ড চুরির আশঙ্কা
কয়েক দিন আগেই ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গের টুইটার অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল। এর পর বেরিয়ে আসে টুইটারের নিরাপত্তা দুর্বলতার কথা।
এবার জানা গেল তিন কোটি ২০ লাখ টুইটার অ্যাকাউন্টের পাসওয়ার্ড চুরি গেছে। এ খবর জানিয়েছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেক ক্রাঞ্চ।
‘লিকড সোর্স’ নামে একটি ওয়েবসাইট দাবি করছে, তাদের কাছে টুইটারের পাসওয়ার্ড ও তথ্য চুরির প্রমাণ রয়েছে। [email protected] নামে এক ব্যবহারকারী পাসওয়ার্ড চুরি যাওয়া এসব অ্যাকাউন্টের তথ্য ফাঁস করেছে।
এই একই ব্যবহারকারী গত সপ্তাহে ভিকে নামে রাশিয়ান এক সামাজিক যোগাযোগমাধ্যমের পাসওয়ার্ড হ্যাক করেছিল।
আর টুইটারের চুরি হওয়া পাসওয়ার্ডগুলো বিভিন্ন হ্যাকার গ্রুপের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে।
লিকড সোর্স-এর দেওয়া তথ্যমতে, মার্ক জাকারবার্গের টুইটার পাসওয়ার্ড ছিল dadada। তবে জাকারবার্গ টুইটারে খুব একটা সক্রিয় ছিলেন না। তাই হয়তো পাসওয়ার্ড নিয়েও তাঁর তেমন মাথাব্যথা ছিল না। লিকডসোর্সের ওয়েসবসাইটে চুরি যাওয়া অ্যাকাউন্টগুলোর বিভিন্ন তথ্য দেওয়া হয়েছে, যেমন : সহজ পাসওয়ার্ড যেগুলো হ্যাকাররা দ্রুত হ্যাক করতে পারে। এ ছাড়া বিভিন্ন ডোমেইন নেম যেগুলোতে হ্যাকাররা প্রায়ই হামলা চালায়, এ ধরনের তালিকা রয়েছে লিকডসোর্সের ওয়েবসাইটে।
লিকডসোর্সের দাবি, তিন কোটি ২৮ লাখ আট হাজার ৩৩০টি টুইটার অ্যাকাউন্টের পাসওয়ার্ড ও তাদের ই-মেইল ঠিকানা, ইউজারনেম চুরি হয়েছে। আর এসব চুরি হওয়া পাসওয়ার্ড চলে গেছে হ্যাকারদের কাছে।
এ ব্যাপারে টুইটারের একজন মুখপাত্র বলেন, ‘আমরা আত্মবিশ্বাসী যে আমাদের ব্যবহারকারীদের কোনো তথ্য চুরি হয়নি। তারপরও আমরা আবারও ব্যবহারকারীদের সুরক্ষা নিশ্চিত করার জন্য আমাদের তথ্যগুলো যাচাই করে দেখছি, কোথাও কোনো তথ্য চুরির আশঙ্কা রয়েছে কি না।’
টুইটারের ওই মুখপাত্র আরো বলেন, ‘অন্যান্য অনলাইন মাধ্যমেরও পাসওয়ার্ড গত কয়েক সপ্তাহ বিভিন্ন সময়ে চুরি হয়েছে। আমরা টুইটার ব্যবহারকারীদের অনুরোধ করব, পাসওয়ার্ডের ব্যাপারে সতর্কতা অবলম্বন করতে। তারা যেন সহজ পাসওয়ার্ড ব্যবহার না করেন।’
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যম মাইস্পেসের সাড়ে তিন কোটির বেশি অ্যাকাউন্টের পাসওয়ার্ড চুরির ঘটনা ঘটে। ২০১২ সালে প্রায় ১০ কোটি লিংকডইন অ্যাকাউন্টের পাসওয়ার্ড চুরি হয়েছিল।