অদূর ভবিষ্যতে ফেসবুক হবে ভিডিওনির্ভর
আগামী পাঁচ বছরের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক সম্পূর্ণ ভিডিওনির্ভর হবে বলে ভবিষ্যদ্বাণী করেছেন ফেসবুকের ভাইস প্রেসিডেন্ট নিকোলা মেন্ডেলশন। গত মঙ্গলবার লন্ডনে এক সম্মেলনে এ কথা বলেন নিকোলা।
বাণিজ্য সাময়িকী ফরচুনের ‘মোস্ট পাওয়ারফুল উইম্যান ইন্টারন্যাশনাল’ সামিটে নিকোলা বলেন, ‘আগামী পাঁচ বছরের মধ্যে ফেসবুকের ব্যবহারকারীরা হয়ে পড়বে স্মার্টফোননির্ভর। কারণ, বেশির ভাগ ব্যবহারকারীই এখন স্মার্টফোনের দিকে ঝুঁকছেন। আর নিশ্চিতভাবে ফেসবুকে ভিডিও কনটেন্টের আধিপত্য বাড়বে।’ এ খবর জানিয়েছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ডিজিটাল ট্রেন্ডজ।
ভিডিওর কদর কেন বাড়বে ফেসবুকে, সে বিষয়টি ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, ‘যেকোনো গল্প বলার সবচেয়ে ভালো উপায় হচ্ছে ভিডিও মাধ্যম। কারণ এর মাধ্যমে দ্রুত তথ্য সম্প্রচার করা যায়। গত এক বছরে আমরা দেখেছি, টেক্সট কনটেন্টের সংখ্যা ফেসবুকে কমে যাচ্ছে, বাড়ছে ভিডিওর সংখ্যা। তাই এটা নির্দ্বিধায় বলা যায়, সামনের দিনগুলোতে ফেসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও কনটেন্টই রাজত্ব করবে।’
নিকোলা আরো বলেন, ‘৩৬০ ডিগ্রি ভিডিওর সংখ্যা আরো বাড়বে সামনের দিনগুলোতে।’ ফেসবুকের ইউরোপ, মধ্যপ্রাচ্য ও আফ্রিকার দায়িত্বে রয়েছে নিকোলা মেন্ডেলশন। এ তিন অঞ্চলে ৪৩৩ মিলিয়ন ফেসবুক ব্যবহারকারী রয়েছেন।
অবশ্য এই কথা নতুন নয়। ফেসবুকের প্রধান নির্বাহীও বলেছেন, সামনের দিনগুলোতে ফেসবুকে ভিডিওর প্রভাব বাড়বে। আর সে কারণেই লাইভ থেকে শুরু করে ভিডিও স্ট্রিমিংয়ের দিকেই ঝুঁকছে ফেসবুক। এ ছাড়া এখন ফেসবুকে প্রোফাইল হিসেবে ভিডিও দেওয়া যাচ্ছে। যোগ করা হয়েছে ভিডিও কমেন্টের ফিচার।
ফেসবুকের মেসেজিং অ্যাপ মেসেঞ্জারেও ভিডিও সুবিধা বাড়ানো হচ্ছে। ভিডিও শেয়ারিংয়ের অপশন যোগ করা হচ্ছে চ্যাটিংয়ে। বর্তমানে ব্যবহারকারীরা মোবাইলের মাধ্যমে ফেসবুকে গড়ে ১০০ মিলিয়ন ঘণ্টার ভিডিও দেখে থাকেন প্রতিদিন।