পঞ্চমবারের মতো অভিযোগপত্র নিলেন না আদালত
এক আসামির বয়স নিয়ে বিতর্ক থাকায় হবিগঞ্জের বাহুবল উপজেলার সুন্দ্রাটিকি গ্রামের চাঞ্চল্যকর চার শিশু হত্যা মামলার অভিযোগপত্র পঞ্চমবারের মতো গ্রহণ করেননি আদালত। মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে ২৮ জুন।
আজ সোমবার দুপুরে মামলার নির্ধারিত তারিখে হবিগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক কিরণ শংকর হালদার অভিযোগপত্রের ওপর শুনানি শেষে এ সিদ্ধান্ত দেন।
শুনানির সময় আসামিপক্ষের আইনজীবীরা দাবি করেন, মামলার অন্যতম আসামি রুবেল ঘটনার সময় এসএসসি পরীক্ষা দিচ্ছিল। সে প্রাপ্তবয়স্ক নয়। তাই তার বিচার শিশু আইনে করার আবেদন জানান তাঁরা।
এর পরিপ্রেক্ষিতে বিচারক আগামী সাত দিনের মধ্যে মেডিকেল টেস্টের মাধ্যমে আসামি রুবেল মিয়ার বয়স আদালতকে জানানোর জন্য হবিগঞ্জের সিভিল সার্জনকে দায়িত্ব দেন।
বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ত্রিলোক কান্তি চৌধুরী বিজন জানান, আসামি রুবেলের বয়স নিয়ে বিতর্ক থাকায় বিচারক এই হত্যা মামলার চার্জশিট গ্রহণ করেননি। এ ছাড়া এ মামলায় কারাবন্দি পাঁচ আসামির জামিন নাকচ করা হয়েছে। মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে ২৮ জুন। গত ৯ জুন জামিন মঞ্জুর করা দুই আসামি বশির ও সালেহর জামিন আগামী তারিখ পর্যন্ত বর্ধিত করা হয়েছে।
গত ৫ এপ্রিল হবিগঞ্জ গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তাদির হোসেন চার শিশু হত্যার ঘটনায় আটজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
এর আগে গত ১২ ফেব্রুয়ারি বিকেলে চার শিশু নিখোঁজ হয়। নিখোঁজের পাঁচ দিন পর বাড়ির অদূরে বালিমাটিতে পুঁতে রাখা অবস্থায় তাদের লাশ উদ্ধার করে পুলিশ।