বোমা হামলার পর তুরস্কে সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ
তুরস্কের ইস্তাম্বুল শহরের প্রধান বিমানবন্দর আতাতুর্কে গুলিবর্ষণ ও বোমা হামলায় ৩৬ জন নিহত হওয়ার পর দেশটিতে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ব্লক করে দেওয়া হয়েছে।
ফেসবুক, ইনস্টাগ্রাম ও টুইটারের মতো জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে প্রবেশ করতে পারছেন না তুরস্কের জনগণ। বোমা হামলার কিছুক্ষণ পরপরই এসব সাইট বন্ধ করে দেওয়া হয় বলে জানিয়েছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশেবল।
তুরস্কের প্রধানমন্ত্রীর অফিস ভোকাটিভ থেকে জানানো হয়েছে, বোমা হামলার কোনো ছবি বা ফুটেজ যেন সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে ছড়িয়ে পড়তে না পারে, সে জন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে। দেশটির জাতীয় নিরাপত্তার কথা ভেবেই সামাজিক যোগাযোগমাধ্যমগুলো আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।
আগে থেকেই তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান সামাজিক মাধ্যমের ব্যবহার সীমিত করার ব্যাপারে বলে আসছিলেন। গত বছর এরদোগানের বিভিন্ন বিকৃত ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে সামাজিক মাধ্যমগুলো বন্ধ করে ছবিগুলো সরিয়ে নেওয়া হয়েছিল।
এর আগেও বেশ কয়েকবার তুরস্কে বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমগুলো বন্ধ করে রাখা হয়েছিল। এ ছাড়া তুরস্কে বিভিন্ন পত্রিকা অফিসের ওপর কড়া নজর রাখা হয়েছে সরকারের পক্ষ থেকে। বিভিন্ন সময়ে পত্রিকা অফিসে অভিযান চালিয়ে সাংবাদিকদের গ্রেপ্তারও করা হয়।