রংপুরে জোড়া খুনে ১০ জনের মৃত্যুদণ্ডাদেশ
রংপুরের তারাগঞ্জ উপজেলায় জোড়া খুনের ঘটনায় ১০ জনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত।
আজ বৃহস্পতিবার দুপুর ১টার দিকে রংপুরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক কামরুজ্জামান এ আদেশ দেন।
তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ এনটিভি অনলাইনকে জানান, ২০০৬ সালের ২৮ মার্চ রাত ৮টার দিকে তারাগঞ্জের তেরমাইল এলাকায় বরাতি সেতুতে একটি চালভর্তি ট্রাকে ডাকাতি হয়। এ সময় ট্রাকচালক পরেশ চন্দ্র ও চালকের সহকারী মনোরঞ্জনকে হত্যা করে ডাকাতরা। এ ঘটনায় ট্রাকের মালিক হারান চন্দ্র ঘোষ বাদী হয়ে একটি মামলা করেন।
এই মামলায় পুলিশ ১১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছিল। আজ এই মামলায় জেলা ও দায়রা জজ আদালত ১০ জনকে মৃত্যুদণ্ডাদেশ দেন।
ওসি আরো জানান, রায়ের সময় আদালতে তিনজন উপস্থিত ছিলেন। আর সাতজন পলাতক।
আদালতে সরকারপক্ষের কৌঁসুলি (পিপি) আবদুল মালেক জানান, রায়ে তাঁরা সন্তুষ্ট। দণ্ডপ্রাপ্ত আসামিদের রংপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।