গাইবান্ধায় রাজউক স্কুলের ছাত্রকে হত্যা
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় রাজউক উত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র ওবায়দুল্লাহ লুৎফিকে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শনিবার সকালে গোবিন্দগঞ্জ শহরের বিটিসিএল কার্যালয় চত্বর থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
ওবায়দুল্লাহ গোবিন্দগঞ্জ শহরের প্রধান পাড়ার বাসিন্দা মহিমাগঞ্জ আলিয়া মাদ্রাসার সহকারী অধ্যাপক আবদুর রশিদ সালাফির ছেলে। ওবায়দুল্লাহর মা বেঁচে নেই। তারা দুই ভাই।
আবদুর রশিদ সালাফি জানান, ‘ওবায়দুল্লাহ বেশ কিছুদিন ধরে বাড়িতে অবস্থান করছিল। আজ ভোরে সেহরি খাওয়ার আগমুহূর্তে সে বাসা বেরিয়ে আর ফেরেনি। ভোরে বিটিসিএল চত্বরে একটি লাশ পড়ে থাকার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ শনাক্ত করি।’
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হোসেন জানান, আজ ভোরে স্থানীয় লোকজন লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। স্কুলছাত্রের মুখমণ্ডল থেঁতলানোসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
তবে ওসি হত্যাকাণ্ডের সঠিক কারণ জানাতে পারেননি। তিনি জানান, মৃত্যুর ঘটনায় নিহতের বাবা থানায় একটি অপমৃত্যুর মামলা করেছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে নিহতের শরীরে হত্যার আলামত মিললেও অপমৃত্যুর মামলা দায়েরের কারণ জানতে আবদুর রশিদ সালাফির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। কিন্তু তাঁর বাড়ি তালাবদ্ধ থাকায় বক্তব্য জানা সম্ভব হয়নি।