গাইবান্ধায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নাড়ির টানে মানুষের বাড়ি ফেরার মধ্যেই গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো অন্তত ২০ জন।
আজ সোমবার বিকেল ৫টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কে উপজেলার ধাপেরহাট আরভি কোল্ডস্টোরেজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে এনটিভি অনলাইনকে জানিয়েছেন ধাপেরহাট পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. মোস্তাফিজুর রহমান।
এসআই আরো জানান, নিহতদের মধ্যে কুড়িগ্রাম জেলার রাজারহাট এলাকার বক্কর মিয়ার ছেলে আরিফুর রহমান (৩৫) নামের একজনের নাম পরিচয় পাওয়া গেছে। অন্যদের নাম পরিচয় জানা যায়নি।
আহতদের উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফুয়াদ লোহানী জানান, নিহতদের পরিচয় শনাক্তে চেষ্টা চালানো হচ্ছে। এ ছাড়া দুর্ঘটনা কবলিত বাস দুটি উদ্ধার করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, আদর এন্টারপ্রাইজের একটি বাস রংপুর থেকে ঢাকা যাচ্ছিল। অপরদিকে আলিফ লাইন পরিবহনের একটি বাস ঢাকা থেকে রংপুরের দিকে আসছিল। ধাপেরহাট আরভি কোল্ডস্টোরেজ এলাকায় এ দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।
এ সময় ঘটনাস্থলেই চারজন এবং পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে একজন নিহত হন।
এ দিকে এ ঘটনার পর রংপুর-ঢাকা মহাসড়কে সব যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে যাত্রী সাধারণ চরম দুর্ভোগে পড়েন। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং হাইওয়ে পুলিশ এসে উদ্ধার তৎপরতা চালালে সন্ধ্যা পৌনে ৭টার দিকে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।