তরুণরা গুম নাকি জঙ্গিদের সঙ্গে, প্রশ্ন গওহর রিজভীর
দেশের অনেক তরুণ সত্যিকারে গুম হয়েছে, নাকি দেশ পালিয়ে জঙ্গি হয়েছে—এ নিয়ে প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিকবিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী।
আজ বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বেসরকারি সংস্থা 'পরিপ্রেক্ষিত' আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন গওহর রিজভী।
গুমের অভিযোগের বিষয়ে অনুসন্ধানী সাংবাদিকতা সঠিকভাবে করা হলে কত সংখ্যক তরুণ দেশ পালিয়ে জঙ্গিবাদে জড়িয়ে যাচ্ছে, তা জানা যেত বলে মনে করেন ড. গওহর রিজভী।
গওহর রিজভী বলেন, ‘যাঁরা গুম হয়েছেন, যাঁরা খুন হয়েছেন, পত্রিকা সে বিষয়গুলো তুলে ধরেছে। কিন্তু ঠিক করে কোনো সময় ইনভেস্টিগেট করে বলেনি। এতে আমাদের খুব বড় ক্ষতি হয়েছে। যদি সে সময় আমাদের জার্নালিস্টরা খুব ভালো করে ইনভেস্টিগেট করত, আজ আমাদের যে এত ছেলে দেশ ছেড়ে পালিয়ে জঙ্গিদের সঙ্গে গেছে, আমরা হয়তো আগেই বুঝতে পারতাম এটা। আগেই এটাকে থামাতে পারতাম। ’