ফ্রান্সে ট্রাক হামলার পর ফেসবুকে সেফটি চেক চালু
ফ্রান্সের নিস শহরে বাস্তিল দুর্গ পতন দিবসে আতশবাজি দর্শনরত জনতার ওপর দ্রুতগতির ট্রাক তুলে দিয়ে ৮০ জনকে হত্যা করেছে এক হামলাকারী। এ হামলায় আহত হয়েছেন বহু লোক। স্থানীয় সময় বৃহস্পতিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
এ হামলার পর নিস শহর ও এর আশপাশে অবস্থানরত ফেসবুক ব্যবহারকারীদের জন্য সেফটি চেক অপশন চালু করেছে ফেসবুক। এ খবর জানিয়েছে প্রযুক্তিবিষয়ক ওয়েব্সাইট সিনেট।
বিশ্বের বিভিন্ন স্থানে হামলা ও প্রাকৃতিক দুর্যোগের সময় আক্রান্ত এলাকার ব্যবহারকারীদের জন্য সেফটি চেক চালু করে থাকে ফেসবুক।
নিস শহর ও এর আশপাশে অবস্থানরত কেউ সেফটি চেক দিলে সেটি তার ফেসবুকের সব বন্ধুর কাছে পুশ নোটিফিকেশন হিসেবে পৌঁছে যাবে। এর ফলে সবাই জানতে পারবেন যে তিনি নিরাপদে রয়েছেন।
গত ২৯ জুন তুরস্কের ইস্তাম্বুল বিমাবন্দরে আত্মঘাতী বোমা হামলার পরও সেফটি চেক অপশনটি চালু করেছিল ফেসবুক। একইভাবে ১৩ জুন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় সমকামীদের ক্লাবে হামলার পরও অপশনটি চালু করা হয়েছিল।
২০১৪ সালে প্রথম সেফটি চেক অপশন চালু করেছিল ফেসবুক। সামাজিক যোগাযোগমাধ্যমটির সহপ্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ বলেছিলেন, ২০১১ সালে জাপানের ভূমিকম্পের ভয়াবহতা দেখে তিনি ‘সেফটি চেক’-এর মতো অপশন চালুর সিদ্ধান্ত নিয়েছিলেন।